ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পাহাড় ধস ও গাছ ভেঙ্গে পড়ায় রাঙামাটিতে যান চলাচল ব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৫, ৯ জুন ২০১৭

বৃষ্টির কারণে কয়েকটি স্থানে পাহাড় ধস ও গাছ ভেঙ্গে পড়ায় রাঙামাটির আসাম বস্তি-বড়াদম-কাপ্তাই সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
স্থানীয়রা জানায়, গেলো রাতে প্রচুর বৃষ্টির কারণে জেলার আভ্যন্তরীণ এই সড়কের বোয়াল্লেপাড়া ও বিলাইছড়িপাড়ার কয়েকটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ে। এছাড়া মানিকছড়ি মুখ এলাকায় সড়কে একটি গাছ ভেঙ্গে পড়ে। এতে সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। সড়ক থেকে গাছ ও ধসে পড়া মাটি সরিয়ে নেয়ার পর দুপুর থেকে যান চলাচল শুরু হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি